ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ৬ আগস্ট ২০১৯

ফাইল ছবি।

ফাইল ছবি।

পশুবাহি ট্রাক ও যাত্রীবাহী পরিবহনের বাড়তি চাপে দৌলতদিয়া ফেরিঘাট পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন।

এতে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ৫ কিলোমিটারেরও বেশি এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এর মধ্যে পশুবাহি ট্রাকের সংখ্যাই বেশি।

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০ টি ফেরি রয়েছে। বর্তমান ১৬টি ছোট-বড় ফেরি চলাচল করছে। পশুবাহি ট্রাক ও যানবাহনের বাড়তি চাপে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি