ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দৌড়াতে গিয়ে তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ৯ অক্টোবর ২০১৭

ক্যান্সার ক্লিনিক নির্মাণে তহবিল সংগ্রহের জন্য একটি দাতব্য ম্যারাথনে অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রায় ৫০০ মিটার দৌড়ানোর পর স্লিম চাকার (৫৬) অসুস্থ হয়ে পড়েন এবং একটি সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ বলেন, আমি আমার ভাই ও সহকর্মীকে হারিয়েছি, যিনি মানবতার জন্য মহান কাজ করতে গিয়ে মারা গেছেন।

ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য একটি ক্লিনিক নির্মাণের অর্থ সংগ্রহ করতে রোববার উপকূলীয় শহর নাবেউলে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল।

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের মাধ্যমে গত মাসে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান চাকার। সাবেক ব্যাংক কর্মকর্তা চাকার এর আগে অর্থমন্ত্রণালয় এবং ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে কাজ করেন।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি