ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দৌড়ে রেকর্ড গড়ে স্বর্ণ জিতলো উগান্ডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ৩ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

১০ হাজার মিটার দৌড়ে অলিম্পিক ইতিহাসে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে উগান্ডা। ২৬ মিনিট ৪৩ দশমিক ১৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন জশুয়া চেপেতেগি। প্যারিস অলিম্পিকে এটিই উগান্ডার প্রথম পদক। 

অলিম্পিকে ১০ হাজার মিটার দৌড়ে আগের রেকর্ডটি ছিল ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের। তিনি সময় নিয়েছিলেন ২৭ মিনিট ০১.১৭ সেকেন্ড। এই ইভেন্টে এবার ২৬:৪৩.৪৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ইথিওপিয়ার বারেহু আরেগায়ি। তাঁর চেয়ে ০.০২ সেকেন্ড পিছিয়ে যুক্তরাষ্ট্রের গ্রান্ট ফিশার জিতেছেন ব্রোঞ্জ।

অলিম্পিক টেনিসের মিশ্র দ্বৈতে স্বর্ণ জিতেছে চেক প্রজাতন্ত্র। চীনের ওয়াং জিনয়ু-জান জিনেন জিজেন জুটিকে হারিয়ে সেরার পদক পান ক্যাটেরিনা সিনিয়াকোভা-টমাস মাচাক জুটি।

এখন পর্যন্ত ১৩টি স্বর্ণ নিয়ে শীর্ষস্থানে আছে চীন। ৯ রৌপ্য ও ৯ ব্রোঞ্জে এশিয়ান দেশটির পদক সংখ্যা ৩১। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ফ্রান্স ও অস্ট্রেলিয়া। তারা জিতেছে ৯ করে স্বর্ণ। 

তবে মোট পদকের তালিকায় এখনও এগিয়ে যুক্তরাষ্ট্র। ৯টি স্বর্ণ, ১৮টি রৈাপ্য ও ১৬ ব্রোঞ্জসহ মোট ৪৩টি পদক জিতেছে মার্কিনীরা। 

ইংল্যান্ডেরও রয়েছে ৯টি স্বর্ণ পদক। জাপান ৮টি আর ৭টি স্বর্ণ জিতেছে কোরিয়া।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি