ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দ্বিতীয় টেস্টেও খেলা অনিশ্চিত মুশফিকের

প্রকাশিত : ১৭:১৬, ৬ মার্চ ২০১৯ | আপডেট: ১৭:২৫, ৬ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে ইনজুরির কারণে এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় ৮ মার্চ ওয়েলিংটনে শুরু হতে যাওয়া তার খেলা অনিশ্চিত। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস।

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের অনুশীলন শেষে মুশফিকের ব্যাপারে রোডস বলেন, ‘ইনজুরিতে পড়ার পর আজই প্রথম ব্যাট হাতে নেটে অনুশীলন করলো মুশফিক। আমরা টেনিস বল, রাবার বল এবং ক্রিকেট বল দিয়ে তাকে ব্যাটিং করানোর চেষ্টা করেছি। কিন্তু যখনই ক্রিকেট বলে খেলতে গেল, তখনই লিগামেন্টের আশপাশে ব্যথা অনুভব করেছে সে। সত্যি বললে, দ্বিতীয় ম্যাচে পুরোপুরি অনিশ্চিত সে। তবে ভালো খবর হলো তৃতীয় ম্যাচে সে খেলবেই। আশা করছি এর মাঝে আর কোনো সমস্যা হবে না।’

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলেন মুশফিক। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি। টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচও মিস করেন মুশফিক।

এদিকে দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ব্যথা অনুভব করেছেন তামিম। তাই তামিমকে নিয়ে হঠাৎ শংকা তৈরি হয় বাংলাদেশ শিবিরে। তবে তামিমের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন রোডস, ‘আজ হালকা অনুশীলন করেছে তামিম। কিছুটা ব্যাথা অনুভব করছে সে। তবে সে ভালো অবস্থায় আছে। হ্যামিল্টনে দুই ইনিংসে অনেক ব্যাটিং করেছে এবং ২০০ রান করেছে। সে ভালো আছে।’

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি