ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা তুঙ্গে

প্রকাশিত : ১১:১৮, ২৮ মার্চ ২০১৬ | আপডেট: ১১:১৮, ২৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা তুঙ্গে। আগামীকাল মধ্যরাতেই শেষ হচ্ছে প্রচারনা, তাই শেষ মুহুর্তে প্রতিশ্র“তির ফুলঝুড়ি নিয়ে প্রার্থীরা ব্যস্ত গনসংযোগে। বিভিন্ন স্থানে প্রচারে বাধা দেয়ার ঘটনাও ঘটছে। তবে, সব ছাপিয়ে যোগ্য প্রার্থী নির্বাচনে নিজের মতো করে হিসেব-নিকেশ কষছেন ভোটাররা। ইউনিয়ন পরিষদে দ্বীতয় দফা ভোট আর দু’দিন পরই। তাই শেষ মুহূর্তে প্রচার-প্রচারনায় দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রতিপক্ষকে ছাড়িয়ে যাওয়ার দৌঁড়। ময়মনসিংহের তারাকান্দা ও গৌরীপুর উপজেলার ২০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ১২১ জন প্রার্থী। সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা প্রার্থীর সংখ্যা ৬৬৯ জন।  তবে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কিনা এ নিয়ে শঙ্কিত অনেক প্রার্থী। দলমত নির্বিশেষে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার কথা বলছেন ভোটাররা। গাজীপুরের কালীগঞ্জের ৭টি ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দিনরাত মিছিল, মিটিং ও পথসভা করে ভোটারদের কাছে প্রার্থীরা চাইছেন ভোট। প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেকেই। গাইবান্ধার সুন্দরগঞ্জের ১৩টি ইউনিয়ন পরিষদ জমজমাট নির্বাচনী প্রচারে। উঠান বৈঠক, মিছিল, সমাবেশ সব কিছুই চলছে সমানতালে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ টি ইউনিয়নে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তবে প্রার্থীদের মধ্যে রয়েছে নানা অভিযোগ। কিশোরগঞ্জের বাজিতপুর ও কটিয়াদী উপজেলার ২০টি ইউনিয়নের প্রার্থীরাও যাচ্ছেন ভোটার দের বাড়ি বাড়ি। দিচ্ছেন নানা প্রতিশ্র“তি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি