ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৯, ৮ আগস্ট ২০১৭

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়েছে তার দল জ্যামাইকা তালাওয়াস।

গতকাল রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় জ্যামাইকা ও বার্বাডোস ট্রাইডেন্টস। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করে সাকিবের জ্যামাইকাট্রাইডেন্টস ১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রানেই অলআউট হয়ে যায়। ফলে ১২ রানে জয় পায় জ্যামাইকা।

জ্যামাইকার হয়ে ব্যাট করতে নেমে সাকিব ৩২ বলে ৫ চার ও ১ ছক্কা মেরে ৪৪ রানে অপরাজিত থাকেন। বল হাতে ওয়াইন পার্নেলের উইকেটটি দখল করেন তিনি। পাশাপাশি বোলিংয়েও আলো ছড়ান। তবে জ্যামাইকার হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংসটি খেলেন ম্যাকার্থি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি