দ্বিতীয়স্থানে উঠার অপেক্ষায় সাকিব
প্রকাশিত : ২০:৪৫, ৩ এপ্রিল ২০২৩
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে ওঠার অপেক্ষায় সাকিব আল হাসান।
এখন পর্যন্ত ১৮টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব।
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস করতে নামলেই টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেবেন সাকিব। এতে পেছনে পড়ে যাবেন সাবেক দলনেতা হাবিবুল বাশার। বাংলাদেশকে ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন হাবিবুলও।
বাংলাদেশকে টেস্টে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে এগিয়ে মুশফিকুর রহিম। ৩৪ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে ৭টিতে জয়, ১৮টিতে হার ও ৯টিতে ড্র করেছে বাংলাদেশ।
হাবিবুলের অধীনে ১টিতে জয়, ১৩টিতে হার ও ৪টিতে ড্র করেছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে ৩টিতে জয়, ১৫টিতে হেরেছে বাংলাদেশ।
কেআই//