ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রয়েছে : বাণিজ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৪, ২ আগস্ট ২০১৭ | আপডেট: ২৩:১৩, ২ আগস্ট ২০১৭

দেশে বর্তমানে দ্রব্যমূল্যমোটামুটি স্বাভাবিকরয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদঈদুল আজহাতেও পণ্যের দাম বাড়বে না বলে জানান তিনি।

বুধবার জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের দাম আমি নিজে দেখব। জিনিসপত্রের দাম কিন্তু বাড়েনি। তিনি বলেন, রোজার ঈদের সময় দ্রব্যমূল্যের যে দাম ছিলো ছিল তা থেকে এখন দাম কমেছে।

এদিকে ঈদুল আজহার আগে মসলাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায় এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এবার বাড়ার কোনো সম্ভাবনা নেই। ভোজ্যতেল থেকে শুরু করে অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কোনটারই দাম বাড়বে বলে মনে হয় না।

মন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীরা আমাদের কথা দিয়েছে শুধু কোরবানি ঈদের সময়ই নয়, সারাবছরই জিনিসপত্রের দাম সাধারণ থাকবে।

এসময় বাণিজ্য সচিব শুভাশীষ বসু বলেন, পণ্যের দাম বাড়ার বিষয়টি খুবই সাময়িক। পরিবহন সমস্যা, বৃষ্টির কারণে পণ্য ঠিক সময়ে রাজধানীতে পৌঁছতে না পারার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি