ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্রুত বিএনপির কমিটি ঘোষণা করা হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫:২৩, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০২, ২১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দ্রুত সময়ের মধ্যেই বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে জানালেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়াচ্ছে ক্ষমতাসীনরা। ছয় বছর পর ১৯ শে মার্চ অনুষ্ঠিত হয় বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল। সেখানেই দলের গঠনতন্ত্র পরিবর্তন করে কেন্দ্রীয় কমিটিতে বেশ কয়েকটি পদের সংখ্যা বৃদ্ধি সহ নানা বিষয় সিদ্ধান্ত নেয়া হয়। তবে নতুন কোন কমিটি জাতীয় কাউন্সিলে ঘোষনা করা হয়নি। কাউন্সিলে দলের গঠনতন্ত্র পরিবর্তন সহ নানা বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি জানান, নতুন করে কমিটি করার সব ক্ষমতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হয়েছে। চেয়ারপারসন দ্রুত সময়ের মধ্যেই কমিটি ঘোষনা  করবেন বলেও জানান ভারপ্রাপ্ত মহাসচিব। কাউন্সিলে দেয়া খালেদা জিয়ার বক্তব্যেকে ভিন্ন ভাবে প্রচার করা হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে , বলতে খালেদা জিয়া বুঝিয়েছেন, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে। খালেদা জিয়ার বক্তব্য ভিন্ন খাতে নেয়ার কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার বক্তব্য গ্রহন করে, আলাপ আলোচনার মাধ্যেমে  একটি সুষ্ঠু নির্বাচনের পথ সৃষ্টি করতে সরকার এগিয়ে আসবে বলে আশাবাদ জানান এই বিএনপি নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি