ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দ্রুততম মানবী টোরি বোউয়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৯, ৮ আগস্ট ২০১৭

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের টোরি বোউয়ি।

রোববার রাতে লন্ডন স্টেডিয়ামে ১০.৮৫ সেকেন্ড সময় নিয়ে বোউয়ি পেছনে ফেলেন কোত দি ভোয়ার মারি-জোজে তা লুকে।

লুই বুঝি সবার আগে দৌড় শেষ করেছেন এমনটিই সবাই ভেবেছিল। কিন্তু ফিনিশ লাইনে নিখুঁতভাবে মাথা ঝুঁকিয়ে তাকে এক সেকেন্ডের একশ ভাগের এক ভাগ সময় পেছনে ফেলেন বোউয়ি।

নেদারল্যান্ডসের ডাফনে স্কিপার্স ১০.৯৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন।

আগের রাতে জাস্টিন গ্যাটলিনের কাছে সোনা হারানো উসাইন বোল্টের মতো হতাশ করেন এ বছরের সবচেয়ে ভালো টাইমিং নিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে আসা ইলেইন টমসনও। রিও অলিম্পিকে ১০০ মিটার ও ২০০ মিটারে সোনা জেতা এই জ্যামাইকান বোল্টের মতোই দৌড় শুরু করতে সময় নিয়ে শেষ পর্যন্ত হন পঞ্চম।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি