দ্রুততম ২০০০ রানের মালিক কোহলি
প্রকাশিত : ১০:২৮, ৫ জুলাই ২০১৮ | আপডেট: ১০:৩০, ৫ জুলাই ২০১৮
টি-২০ ক্রিকেটে দ্রুততম ২ হাজার রানের মালিক হলেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি। মঙ্গলবার রাতে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেই এই রেকর্ড গড়লেন তিনি। ২ হাজার রানের জন্য কোহলির দরকার ছিল মাত্র আট রানের। মাত্র ৫৬ ইনিংসেই ২০০০ রানে পৌঁছলেন বিরাট।
বিশ্বক্রিকেটে মাত্র তিনজন এর আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রানে পৌঁছেছেন। ব্রেন্ডন ম্যাকালামের লেগেছিল ৬৬ ইনিংস। মার্টিন গাপটিলের লেগেছিল ৬৮ ইনিংস। শোয়েব মালিকের লেগেছিল ৯২ ইনিংস। কোহালির লাগল অনেক কম। মাত্র ৫৬ ইনিংস।
শুধু ইনিংসেই নয়। ম্যাচের ভিত্তিতেও বাকিদের থেকে অনেক এগিয়ে কোহালি। তাঁর লেগেছে ৬০ ম্যাচ। ম্যাকালান, গাপটিল ও মালিকের লেগেছে যথাক্রমে ৭১, ৭৫ ও ৯৯ ম্যাচ। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি২০ ক্রমপর্যায়ে ব্যাটসম্যানদের তালিকায় আটে রয়েছেন কোহালি। তবে এই ফরন্যাটে তাঁর ব্যাটে কোনও শতরান আসেনি। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানকারীর তালিকায় কোহালি অবশ্য রয়েছেন দুইয়ে। সচিন তেন্ডুলকরের ৪৯ শতরানের পরই তাঁর ৩৫ শতরান। ২০৮ ওয়ানডে ম্যাচে ৫৮.১০ গড়ে ৯৫৮৮ রান করেছেন তিনি।
ভারতের আরও একজন ক্রিকেটার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রানের কাছাকাছি এসেছেন। আর ১৯ রান হলেই রোহিত শর্মার এই ফরম্যাটে দেশের হয়ে ২০০০ রান হয়ে যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে আরও দুটো টি-টোয়েন্টি পাচ্ছেন রোহিত। ফলে, রোহিতের ২০০০ রান করার সম্ভাবনাই বেশি।
এমজে/