ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধর্ম পরিবর্তন করে বিয়ে করলেন দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

হিন্দি টেলিভিশন সিরিয়াল ‘‌শশুরাল সিমরকা’‌–জনপ্রিয় তারকা দীপিকা কক্কর। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। স্বামী সইব ইব্রাহিম। বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে হয়েছে। কিন্তু অনেকেই জানেন না সইবকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হতে হয়েছে দীপিকাকে।

কেন ধর্ম পরিবর্তন করে বিয়ে করতে হয়েছে- দীপিকাকে এমন প্রশ্ন করলে প্রথমে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান। পরে দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পুরোটাই নিজের ইচ্ছায় করেছেন। এটা একান্তই ব্যক্তিগত বিষয়। এই নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না তিনি।

দীপিকা জানান, ‘অভিনেতা–অভিনেত্রীদের জীবনের অনেকটাই প্রকাশ্যে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কিছুতেই কোনো কথা বলতে চাই না। এটা একান্তই ব্যক্তিগত। তবে এটুকু বলতে পারি এটা আমি আমার খুশিতে করেছি এবং আমি অত্যন্ত গর্বিত।’

এদিকে বিয়ের পর আলি দরগায় গেলেন দীপিকা। বিয়ের পর শোয়েব ইব্রাহিমের সঙ্গে এই প্রথম দেখা গেছে দীপিকা কাকরকে। শুধু তাই নয়, আলি দরগায় গিয়ে প্রার্থনা করে তিনি যে শান্তি পেয়েছেন, তা নাকি এর আগে কখনও কোথাও গিয়ে অনুভব করেননি। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন দীপিকা। শোয়েব ইব্রাহিমও শেয়ার করেছেন সেই ছবি। পাশাপাশি নিজেকে দীপিকা শোয়েব ইব্রাহিম বলেও পরিচয় দিয়েছেন ‘সসুরাল সিমর কা’-খ্যাত অভিনেত্রী।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি সইবের গ্রামের বাড়িতে বিয়ে হয় তাঁদের। তারপরে মুম্বাইয়ে টিভি তারকাদের জন্য বড় করে রিসেপশন পার্টি দিয়েছিলেন তাঁরা। টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘‌শশুরাল সিমরকা’‌–র লিড রোলে অভিনয় করেন দীপিকা। সেই সিরিয়ালে কিছুদিনের জন্য অভিনয় করেছিলেন সইব। সিরিয়াল ছেড়ে দেওয়ার পরেই দীপিকার সঙ্গে সইবের সম্পর্ক গড়ে ওঠে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি