ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র লাইলাতুল ক্বদর পালন (ভিডিও)
প্রকাশিত : ১১:০৮, ১৩ জুন ২০১৮ | আপডেট: ১৪:০০, ১৩ জুন ২০১৮
ইবাদত-বন্দেগী আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য পালিত হয়েছে পবিত্র লাইলাতুল ক্বদর। এই রাতেই নাজিল হয় পবিত্র কোরআন শরীফ। মহিমান্বিত এই রাতের ইবাদত হাজার রাতের চেয়ে বেশি হওয়ায় গোটা রাত ইবাদত বন্দিগীতে ব্যস্ত থাকেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত এবং ‘ক্বদর’ শব্দের অর্থ মর্যাদা। ধর্মীয়মতে, লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত। রমজান মাসের শেষ দশ দিনের বে-জোড় রাত্রিগুলোর যেকোন একটি লাইলাতুল ক্বদর বা মহিমান্বিত রাত। এই রাতে মানুষের জন্য সৌভাগ্য বয়ে আনে।
লাইলাতুল কদর, ২৭ রমজানের রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে, রাতে মুসল্লীরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার দুরুদ পাঠ করেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।
মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিলো ধর্মপ্রান মুসুল্লিদের ভীড়। রাতভর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় মুশগুল ছিলেন।
মহিমান্বিত এই রাতে আল্লাহ রাব্বুল আলামীন মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রত্যাশা মুসুল্লিদের।