ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শবে বরাত পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ২ মে ২০১৮ | আপডেট: ১৯:৫০, ২ মে ২০১৮

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন ও হাদীস মতে, মহিমান্বিত এই রাতে বান্দার গুনাহ মাফ করে ইবাদত কবুল করেন আল্লাহ। আরবি শাবান মাসের এই গুরুত্বপূর্ণ রাতে ধর্মপ্রাণ মুসুল্লীরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত আর জিকির আসকারের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের ইবাদত করেন।

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতই লাইলাতুল বারাত। সুর্যাস্তের পর মহান আল্লাহতায়ালা পৃথিবীর আকাশে নেমে আসেন। রাতভর ইবাদতের মাধ্যমে বান্দার আবেদন শুনে আল্লাহতালা খুলে দেন রহমতের দরজা।

তাইত সন্ধ্যা নামতেই মসজিদগুলোতে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন তারা।

ইস্তেগফার আর জিকির আসকারে লাইলাতুল নিসফ শাবানের রাতে সরব হয়ে ওঠে দুনিয়া। পাপমুক্তির পাশাপাশি মহান এই রাতের মহিমায় উদ্ভাসিত হবে বিশ্ব মুসিলম ভাতৃত্ববোধ এমনটাই প্রত্যাশা সবার।

প্রচলিত অপসংস্কৃতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন আলেম ওলামাগণ। মধ্যেরাতে জিকির আসকার ও দোয়া মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি