ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধর্ষকের শাস্তির দাবিতে আসাদগেট অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৩:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সম্প্রতি দেশে ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে রাজধানীর আসাদগেট অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে এ অবরোধ করেন তারা। এ সময় ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের স্লোগান দিতে দেখা যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি দেশে ধর্ষণে অভিযুক্তদের বিচারের পাশাপাশি আমরা বেশ কয়েকটি জিনিস চাই। সেটি হচ্ছে-২৪ পরবর্তী দেখছি প্রশাসনের যারা নিরাপত্তা দেয় তারা সঠিকভাবে নেই। বিভিন্ন জায়গায় পদশূন্য অবস্থায় আছে। আমরা চাই ওই জায়গাগুলো পদশূন্য অবস্থায় না থাকুক। মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হোক।

সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। অবরোধকারীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

এক শিক্ষার্থী বলেন, আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখছি কিছুক্ষণ পর একটা একটা করে ধর্ষণের খবর আসছে। কেন আমাদের মা-বোনরা রাস্তায় নিরাপদ থাকবে না। প্রশাসন এসব নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কেন ধর্ষকরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং তাদের শাস্তি হচ্ছে না। আমাদের দাবি- প্রশাসনের কঠোর হতে হবে। প্রত্যেকটা ধর্ষকের একটাই শাস্তি হবে মৃত্যুদণ্ড।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি