ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

ধর্ষণ ঠেকাবে অন্তর্বাস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ৯ আগস্ট ২০১৭ | আপডেট: ১২:২৮, ১১ আগস্ট ২০১৭

প্রতিকি ছবি

প্রতিকি ছবি

শ্লীলতাহানি কিংবা ধর্ষণ প্রতিরোধে অভিনব উদ্যোগ নিয়েছেন ভারতের একজন প্রকৌশলী। নারীদের নিরাপত্তার উদ্দেশ্যে সেন্সর বসানো অত্যাধুনিক অন্তর্বাস উদ্ভাবন করেছেন তিনি। ধর্ষণের উদ্দেশ্যে জোর করে অন্তর্বাস খুলতে গেলেই `অ্যালার্ম` বাজিয়ে সতর্ক করে দেবে এই বিশেষ অন্তর্বাস।

এই বিশেষ অন্তর্বাস বদলানোর সময় কোনও `অ্যালার্ম` দেবে না, তবে, বল প্রয়োগে জোর পূর্বক টেনে খোলার চেষ্টা করলেই প্রয়োজনীয় সতর্ক বার্তা দেবে সেন্সর। এই ধরণের অন্তর্বাসে বিশেষ এক ধরণের ইলেকট্রনিক প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে কোনো নারী আক্রান্ত হলে আশাপাশের লোকজনের কাছে বার্তা পৌঁছে যাবে খুব সহজেই।পাশাপাশি এতে বসানো আছে জিপিএস। যেই পদ্ধতির সাহায্যে পুলিশের কাছেও খবর পৌঁছনোর ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার মণীষা।

প্রকৌশলী মণীষা বলেন, `দিল্লি গণধর্ষণের ঘটনা দাগ কেটেছিল তার মনে। আর তারপরই তিনি নারীদের নিরাপত্তার উদ্দেশ্যে এই ধরণের অভিনব অন্তর্বাস বানানোর চিন্তাভাবনা শুরু করেন`। আর যা ইতিমধ্যেই বানিয়েও ফেলেছেন মণীষা। সূত্র: জি নিউজ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি