ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ধর্ষণ-হত্যার ঘটনায় আরজি কর হাসপাতাল এলাকায় ১৪৪ ধারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ১৯ আগস্ট ২০২৪ | আপডেট: ১০:৫০, ১৯ আগস্ট ২০২৪

ভারতে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় চলা বিক্ষোভ দমনে কলকাতার আরজি কর হাসপাতাল সংলগ্ন এলাকায় আজ থেকে এক সপ্তাহের জন্য ১৪৪ জারি করেছে পুলিশ। এদিকে মামলাটি পুলিশ থেকে সিবিআই’র কাছে হস্তান্তর করেছে হাইকোর্ট।

হত্যাকাণ্ড নিয়ে ভ্রান্তি ছড়ানোর অভিযোগের মধ্যে থানায় একে একে তলব করা হচ্ছে হাসপাতালটির চিকিৎসক আর রাজনৈতিক ব্যক্তিদের। 

এদিকে, নারীদের নিরাপত্তা দিতে না পারার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে পদত্যাগ করার দাবি জানিয়ে মিছিল করেছে বিজেপি।

নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারতজুড়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত কলকাতার আরজি কর হাসপাতাল এলাকাসহ বেশ কিছু এলাকায় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। 

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, নাগরিক সুরক্ষা সংহিতার ধারা মেনে এই নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশ। 

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ আরও দুজন চিকিৎসক তৃতীয় দিনের মতো হাজিরা দিয়েছেন পুলিশের কাছে। যারা ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে ধামাচাপা দিতে চেয়েছিলেন এবং বলেছিলেন, রাতের বেলা একা একা সেমিনার হলে গিয়ে মেয়েটি দায়িত্বজ্ঞানহীন কাজ করেছিল।  

হত্যাকাণ্ড নিয়ে রাজ্যের পাশাপাশি তোলপাড় চলছে গোটা দেশেই। কলকাতা হাইকোর্টের রায়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তভার সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি