ধর্ষণ-হামলার ঘটনায় নতুন কর্মসূচি বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের
প্রকাশিত : ১২:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১২:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২২
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং শিক্ষক-শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে চতুর্থ দিনের মতো লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আন্দোলনের নতুন কর্মসূচি তুলে ধরেন মুখপাত্র পিউ মৃধা।
কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১২টায় ধর্ষকদের প্রতিকী ফাঁসি কার্যকর ও বিক্ষোভ মিছিল, বিকাল ৪টায় ধর্ষণবিরোধী প্রতিবাদী নাটক ও সন্ধ্যা ৭টায় আলোর মিছিল।
এসময় হামলাকারীদের চিহ্নিত এবং দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান আন্দোলনকারীরা।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস পেলে আন্দোলন থেকে সরে গিয়ে ক্লাসে ফিরে যাওয়ারও ঘোষণা দেয় তারা।
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিচারের দাবিতে পরদিন ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার চাওয়ার জেরে স্থানীয় ও ছাত্রলীগ কর্তৃক দুই দফা হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
এএইচ/
আরও পড়ুন