ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় শেকৃবি ছাত্রলীগের আনন্দ র‌্যালী

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৭, ১৩ অক্টোবর ২০২০ | আপডেট: ১৮:০৮, ১৩ অক্টোবর ২০২০

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে মন্ত্রীসভায় সংশোধন ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০' এর খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী করেছে বাংলাদেশ ছাত্রলীগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা।

১৩ অক্টোবর (মঙ্গলবার) শেকৃবি শাখা ছাত্রলীগের কার্যালয় থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ছাত্রলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন,‘‘নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এম সি কলেজসহ দেশের বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সারাদেশের ছাত্রলীগ, সারাদেশের ছাত্রসমাজ সোচ্ছার হয়েছে যেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করে আইন করা হয়। এরই ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন যেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা হয়। তার ফলে মন্ত্রীসভা সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন
২০০০ এর চুড়ান্ত অনুমোদন দেয়। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দেশ যখনই কোনো সমস্যার সম্মুখিন হয় তখনই তিনি একটি সুন্দর সমাধান দিয়ে থাকেন। এদেশের সকল গণতান্তিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে।’’
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি