ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ধান চাষে লোকসান হওয়ায় ভুট্টা আবাদে ঝুঁকছেন দিনাজপুরের কৃষকরা

প্রকাশিত : ১১:০৩, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১১:০৩, ১৪ জুন ২০১৬

ধান চাষে লোকসান হওয়ায় ভুট্টা আবাদে ঝুঁকছেন দিনাজপুরের কৃষকরা। আর এতে আলোর মুখ দেখায় দিনদিন বাড়ছে আবাদের পরিধিও। এদিকে চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভূট্টার বাম্পার ফলন হয়েছে কুমিল্লায়। বেশ কয়েক বছর ধরে বোরো আবাদে নায্য মূল্য না পেয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে ভুট্টা আবাদ শুরু করেছেন দিনাজপুরের কৃষকরা। জেলায় ৫০ হাজার ৯’শ ৭৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। মাটির উপযোগিতা আর অনুকূল আবহাওয়া দুই মিলে এ অঞ্চলে ভুট্টার আবাদ এবছর বেড়েছে ৯ হাজার হেক্টর জমিতে। ভুট্টার আবাদে লাভবান হওয়ায় স্বস্তির হাসি কৃষকের মুখে। বোরো আবাদ কমিয়ে ভুট্টা চাষে উৎসাহিত করতে কৃষকদের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কম খরচে লাভবান হওয়ায় কুমিল্লার দাউদকান্দির ৯০ ভাগ কৃষক আবাদ করছেন ভুট্টা। জেলার চাহিদা মিটিয়ে কুমিল্লার ভুট্টা পাঠানো হচ্ছে অন্যান্য জেলাতেও। ভুট্টা চাষের এই সোনালী সময়ে বাড়তি আয়ের আশায় মারাইয়ে কাজ করছেন নারীরাও। এবছর ৮হাজার ৪শ’ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। তাই উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবারও প্রত্যাশা কৃষি সম্পসারণ অধিদপ্তরের। ভুট্টা আবাদ করে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি কৃষিতে বিপ্লব ঘটবে- এমনটাই মনে করছেন এ অঞ্চলের মানুষ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি