ঢাকা, শনিবার   ২২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ২১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তিনজনকে মিছিল থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে এই মিছিল করেন তারা।

আটককৃতরা হলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা জানান, ছাত্র ও জনতার সহায়তায় আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।

তিনি বলেন, ইফতারের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪০-৫০ নেতাকর্মী মিছিল বের করে। শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং তিনজনকে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে কেন মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ৪০-৫০ জন নেতাকর্মী 'জয় বাংলা' স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা আটক দুই আওয়ামী লীগ কর্মীকে মারধর করছেন।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি