ধানের দাম পাচ্ছে না কৃষক (ভিডিও)
প্রকাশিত : ১১:৫২, ১৬ মে ২০১৯
বোরোর ভরা মৌসুমেও ধানের দর নিয়ে হতাশ কৃষক। ধান কিনে আড়তদার, চাতাল মালিক, পাইকার, খুচরা বিক্রেতারা লাভবান হচ্ছে। চড়া মজুরী নিচ্ছে কৃষি শ্রমিকরাও। কিন্তু লাভ দূরে থাকুক, উৎপাদন খরচটুকুও তুলতে পারছে না কৃষক। এদিকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। কৃষকরা বলছে, সরাসরি তাদের কাছ থেকে কেনা না হলে এর সুফল পাবেনা তারা।
বোরো উৎপাদনের ভরা মৌসুম। চলছে ধান মাড়াই। ব্যস্ততার অন্ত নেই কৃষকের।
ঘূর্ণিঝড় ফণি আর শিলা বৃষ্টির পরও ফলন নিয়ে সন্তুষ্ট কৃষক। কিন্তু ধান বিক্রি করতে গিয়ে হতাশ তারা।
কৃষকরা বলছে, বিঘা প্রতি ধান উৎপাদনে খরচ হয়েছে ১৩ থেকে ১৪ হাজার টাকা। এক বিঘা জমিতে সর্বোচ্চ উৎপাদন ২০ মণ। ফলে মণপ্রতি খরচ ৭শ’ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ৫ থেকে ৬শ’ টাকা দরে।
নওগাঁর মিল মালিকরা জানান, ব্যবসায়ীদের কাছ থেকে মান ভেদে ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকা দরে ধান কিনছে তারা। এক মণ ধানে গড়ে চাল হয় ২৭ কেজি। তারা এক কেজি চাল বিক্রি করেন ৩৮ টাকা দরে। খুচরা বাজারে এই দর ৪৫ টাকা। এই হিসেবে এক মণ ধানের চাল বিক্রি হচ্ছে ১ হাজার ২৬ টাকা।
এদিকে, নওগাঁয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে খাদ্যমন্ত্রী বলেছেন, প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান কেনা হবে।
কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেনÑ এমনটাই প্রত্যাশা সবার।
আরও পড়ুন