ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

তারকালাপে মৌরি সেলিম

ধারাবাহিকের প্রেমে পড়েছি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৫৮, ৪ জানুয়ারি ২০১৮

তারুণ্যের উপর ভর করে দেশিয় টেলিভিশন নাটকে বইছে বসন্তের হাওয়া। যদিও ভিন্ন দেশি সিরিয়ালের আগ্রাসনে আক্রান্ত আমাদের দর্শক, তবে এরই মধ্যে দর্শকদের বিনোদন দিতে কাজ করে যাচ্ছেন আমাদের শিল্পীরা। বিশেষ করে তরুণ প্রজন্মের শিল্পীরা। বর্তমানে তরুণরাই দখল করে আছে আমাদের টিভি চ্যানেলগুলো। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে কাজের ব্যস্ততায় দম ফেলার সময় নেই তাদের। তেমনই একজন সময়ের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী মৌরি সেলিম। বতর্মানে তার হাতে রয়েছে বেশকিছু ধারাবাহিক। পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

তরুণ, সম্ভাবনাময়ী এই অভিনেত্রী ও মডেলের সাক্ষাৎকার নিয়েছেন একুশে টিভি অনলাইনের বিনোদন প্রতিবেদক- সোহাগ আশরাফ

 

একুশে টিভি অনলাইন : শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন মৌরি?

মৌরি সেলিম : ধন্যবাদ। অনেক ভালো আছি। আপনি?

একুশে টিভি অনলাইন : আমিও ভালো আছি। নতুন বছরের শুরুটা কেমন উপভোগ করলেন? ২০১৮কে বরণ করতে কি কি প্লান ছিলো?

মৌরি সেলিম : নতুন বছর নিয়ে অনেক বেশি প্লান ছিলো। ঈদের আগে যেমন আমরা অনেক অনেক শপিং করি, অনেক প্লান করি তেমনই একটা ব্যপার ছিলো। দারুণ এক্সাইটেড ছিলাম বর্ষবরণ নিয়ে। কারণ বন্ধুরা সবাই মিলে অনেক অনেক প্লান করেছি। পরিবারের সঙ্গে কিছু প্লান ছিলো। তাছাড়া আমাদের দেশ এখন অনেক ফাস্ট। আগের তুলোনায় এখন মানুষ সব উৎসবই দারুণ ভাবে পালন করছে। দেখা যায় যে একটা উৎসব শেষ হতে না হতেই আরেকটা চলে আসে। সেটার জন্য প্রস্তুতি নিতে থাকি। সব মিলিয়ে একটা অন্যরকম উত্তেজনা কাজ করেছে। তাছাড়া ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপন নিয়ে এখন অনেক আয়োজন থাকে।

একুশে টিভি অনলাইন : কাজের ধারাবাহিকতায় আপনাকে প্রায়ই দেশের বাইরে যেতে হচ্ছে। কিছুদিন আগেও লন্ডন থেকে ঘুরে আসলেন। কেমন উপভোগ করলেন?

মৌরি সেলিম : আসলে লন্ডনের ট্যুরটা খুবই ভালো ছিলো। যদিও ওখানে অনেক ঠাণ্ডা ছিলো। তবে অনেক আনন্দ করেছি। শেক্সপিয়ারের বাড়ি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভিজিট করেছি। এছাড়াও অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা দেখেছি। মোট কথা অনেক ভালো লেগেছে।

গতবছর এই সময়ে ছিলাম আমেরিকাতে। তখনও খুব সুন্দর সময় কাটিয়েছি। সেখানেও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার সুযোগ হয়েছে। আগে থেকেই একটা প্লান থাকে থার্টি ফাস্ট বা বছরের একটা সময় বড় একটা ট্যুর দিবো।

একুশে টিভি অনলাইন : কাজের বিষয় নিয়ে জানতে চাই। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন?

মৌরি সেলিম : বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করছি। সাজ্জাদ সুমনের ‘ছলে বলে কৌশলে’, সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’, আকাশ রহমানের ‘ক্যাট হাউজ’, সঞ্জীব সরকারের ‘গায়ে মানে না আপনি মোড়ল’। এছাড়া মোশাররফ ভাইয়ের সঙ্গে রুলীন রহমানের ‘ভালোবাসা কারে কয়’ সহ বেশ কিছু ধারাবাহিক চলছে। আসলে এমন হয়েছে যে ধারাবাহিকে কাজ করতে করতে এর প্রেমে পড়ে গেছি। দেখা যায় একটা চরিত্রের সঙ্গে মিশে যাওয়া যায়। অনেক দিনে ধরে একটা চরিত্র প্লে করছি। আবার যখন শেষ হয়ে যাচ্ছে পুরো ইউনিটকে মিস করছি।

একুশে টিভি অনলাইন : মোশাররফ করিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞাতা কেমন? কার সঙ্গে জুটি হয়ে কাজ করতে বেশি ভালো লাগে?

মৌরি সেলিম : মোশাররফ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। খুবই মজার মানুষ। অনেক হাসাতে পারে। দেখা যায় যে- কাজ করছি, হঠাৎ এমন একটা কথা বলবে যে হাসতে হাসতে অবস্থা শেষ।

আর জুটি বলতে গেলে আমি অনেকের সঙ্গেই কাজ করেছি। আসলে সবাই আমার প্রিয় মানুষ। সবার সঙ্গেই কাজ করতে ভালো লাগে। তবে ইরফান সাজ্জাদের সঙ্গে একটা কাজ করেছিলাম, ওটা বেশ সাড়া পেয়েছি। সুযোগ আসলে তার সঙ্গে কাজ করতে চাই।

একুশে টিভি অনলাইন : মিডিয়ায় আপনার শুরুর দিকের গল্পটা একটু শুনতে চাই।

মৌরি সেলিম : অনেক আগেই শুরুটা হয়েছিলো। ছোটবেলা থেকেই স্কুলকেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতাম। মূলত তখন থেকেই মিডিয়ার প্রেমে পড়েছিলাম। তবে বাসা থেকে ততটা সাপোর্ট ছিলো না। কিন্তু আমার ইচ্ছে ছিলো।

রেদোয়ান রনি পরিচালিত ‘লাকি থার্টিন’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় যাত্রাটা শুরু করি। এক কথায় বলা যায় প্রথম ক্যামেরার সামনে তখনই আসি। এরপর হুমায়ুন সাধুর ‘দরিশন’ দিয়ে নিজেকে প্রকাশ করি। তাছাড়া হোটেল র‌্যাডিসন এবং এইচএসবিসি ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছি। এছাড়াও অনেক কাজ করেছি। বেশকিছু বিজ্ঞাপনের কাজ করেছি।

একুশে টিভি অনলাইন : বর্তমানে অনেকেই নাটক, টিভিসির পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করছে। আপনি কি কোন মিউজিক ভিডিও করেছেন?

মৌরি সেলিম : একটা সময় ছিলো মিউজিক ভিডিও ততটা জনপ্রিয় ছিলো না। কারণ ওগুলোর মধ্যে গল্পটা খুব কম ছিলো। কিন্তু বর্তমানে অনেক ভালো কাজ হচ্ছে। চমৎকার গল্প থাকে এখনকার মিউজিক ভিডিওতে। আমি নাজিম ভাইয়ের একটা মিউজিক ভিডিওতে কাজ করেছি। বেশ জনপ্রিয়তা পেয়েছে এটি। অনেক বেশি সাড়া পেয়েছি।

একুশে টিভি অনলাইন : আপনিতো টিভিসি, নাটক, মিউজিক ভিডিওতে কাজ করেছেন। কোন বিষয়টাতে বেশি সাচ্ছন্দ বোধ করেন?

মৌরি সেলিম : আসলে এক এক কাজের ধরণ এক এক রকম। কাজের ক্ষেত্রে ভিন্নতা আসলে ভালো লাগে। আমার কাছে সবগুলো কাজই গুরুত্বপূর্ণ। যেহেতু নাটকে কাজ করছি তাই মায়টা এখানেই বেশি কাজ করে।

একুশে টিভি অনলাইন : একুশে টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।

মৌরি সেলিম : আপনাকেও ধন্যবাদ। একুশে টিভির সকল দর্শক ও অনলাইনের সকল পাঠকের প্রতি আমার শুভেচ্ছা থাকবে। তাদের উদ্দেশ্যে বলবো- দেশকে ভালোবাসুন। দেশের নাটক বেশি বেশি করে দেখুন।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি