ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধূমপানরত ছবি নিয়ে মুখ খুললেন রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ২৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১১:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাহিরা খানের সঙ্গে ধূমপানরত ছবি নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এক আনুষ্ঠানিক বার্তায় ‘জগ্গা জাসুস’ অভিনেতা বলেন, ‘মাহিরা খানকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। তার অভিনয় আমাকে বরাবরই মুগ্ধ করে। সম্প্রতি আমার সঙ্গে ধূমপানের ছবির কারণে তাকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটা ভেবে আমি খুবই কষ্ট পাচ্ছি। শুধুমাত্র একজন নারী বলেই তাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে যা একবারেই অনুচিত।’

তিনি আরও বলেন, ‘ধূমপান ও ঘৃণা দুটোই খারাপ। কাজেই মাহিরার প্রতি এ ধরণের নিন্দনীয় আচরণ বন্ধ হোক এটাই কামনা করি।’

চলতি বছর মার্চে দুবাইতে অনুষ্ঠিত ‘গ্লোবাল টিচার্স প্রাইজ’ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে বলিউড অভিনেতা রণবীর কাপুর ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। সেই থেকেই শুরু হয়েছে তাদরে ঘিরে প্রেমের গুজব।

সাম্প্রতিক ছবিতে নিউইয়র্কের এক হোটেল রুমের বাইরে পিঠখোলা পোশাকে রণবীরের সঙ্গে ধূমপান করতে দেখা গেছে মাহিরাকে।

এ নিয়ে ভক্তদের নিন্দার শিকার হয়েছে এই ‘রইস’ অভিনেত্রী। তিরস্কারের মুখে মাহিরার পাশে এসে দাঁড়ালেন স্বয়ং রণবীর কাপুর।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি