ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধূমপায়ীদের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে অধূমপায়ীদের [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ৩০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:২৩, ৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

খোলা জায়গায় ধূমপান না করার বিধান থাকলেও মানছেন না কেউই। আইন থাকলেও নেই প্রয়োগ। যেখানে সেখানে ধুমপান করেও পার পেয়ে যাচ্ছেন ধূমপায়ীরা। এদিকে ধূমপায়ীদের থেকে আক্রান্ত হচ্ছেন অধূমপায়ীরাও। চিকিৎসকরা বলছেন অধূমপায়ীদের পাশে অন্যরা ধূমপান করলে সে ক্ষতিও খুব কম নয়। তাই জনসচেতনা বাড়ানোর তাগিদ তাদের।
জনসম্মুখে খোলা জায়গায় ধূমপান আইনত অপরাধ। আইনে জরিমানার বিধানও রয়েছে। তবে আইনে প্রয়োগ না থাকায় তোয়াক্কা করছেন না কেউই। শুধু সাধারণ মানুষই নয় সচেতন অনেক মানুষও প্রকাশ্যে ধূমপান করছেন।
সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. আনোয়ার হোসেন বলেন, সিগারেট ও বিড়িতে পা থেকে মাথা পর্যন্ত নানা জটিল রোগের সৃষ্টি করে। ধূমপান না করেও অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন ধূমপায়ীদের কারণে। মাথাধরা, উচ্চ রক্তচাপসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে।
ধূমপানবিরোধী সংগঠনগুলো বলছে আইনের যথাযথ প্রয়োগ থাকলে যেখানে সেখানে ধূমপান রোধ হতো। চিকিৎসকরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে জনগণকে সচেতন করা গেলে অনেক রোগ থেকেই বাঁচবে মানুষ, বাঁচবে পরিবেশ।


/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি