ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএল শুরু গুজরাটের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ১ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

জয় দিয়েই আইপিএল শুরু করলো চ্যাম্পিয়ন গুজরাট টাইগান্স। ধোনির চেন্নাইকে ৫ উইকেটে হারিয়েছে হার্ডিক পান্ডিয়ার দল।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে চেন্নাই সুপার কিংস। 

সর্বোচ্চ ৯২ রান করেন রিতুরাজ গাইকোয়ার্ড। এছাড়া মইন আলির ব্যাট থেকে আসে ২৩ রান। 

গুজরাটের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ শামি, রাশিদ খান ও আলজারি জোসেপ। 

জবাবে, শুরু থেকেই আগ্রাসি খেলতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ঋদ্ধিমান সাহার ১৬ বলে ২৬ রানের ইনিংসের পর শুভমান গিলের হাফ সেঞ্চুরিতে জয়ের পথেই এগোতে থাকে গুজরাট। 

শেষদিকে রাশিদ খানের ৩ বলে ১০ রানের ক্যামিও ইনিংসে পাঁচ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় গুজরাট। 

ম্যাচসেরা হয়েছেন রাশিদ খান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি