ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধ্বংসাত্মক না হওয়ায় ক্ষমতাসীনরা খুশি হননি: মওদুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি ধ্বংসাত্মক পথে না যাওয়ায়, ক্ষমতাসীনরা খুশি হতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। দলটির চেয়ারপার্সনের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ জনসভা করে নৌকা মার্কায় ভোট চাইতে পারলে, বিএনপিরও সেই সুযোগ থাকা উচিত। খালেদা জিয়াকে কারাগারে রেখে, ক্ষমতাসীন দলের রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারণা অগ্রহণযোগ্য।

আলাদা আলাদা মানব বন্ধনে বিএনপির নেতারা, প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে, মুক্ত খালেদা জিয়াকে ধানের শিষে ভোট চাওয়ার সুযোগ দেবার দাবি জানান।

খালেদা জিয়া নির্বাচনী মাঠে নামতে পারলে রাজনৈতিক চিত্র বদলে যাবে বলেও আশা তাদের।

এতে আরও বক্তব্য দেন বিএনপি নেতা জয়নাল আবেদিন ও নজরুল ইসলাম খান।

ভিডিও:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি