ঢাকা, মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪

নওগাঁয় চুনাপাথরের খনিতে আরেকটি কূপ খনন

প্রকাশিত : ১১:৩৯, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:৪৪, ১৪ অক্টোবর ২০১৬

নওগাঁর তাজপুরে চুনাপাথরের খনিতে আরেকটি কূপ খনন করতে যাচ্ছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। খনি এলাকায় এটি হবে দ্বিতীয় কূপ। স্থান নির্ধারণ হবার পর জোরেসোরে চলছে খনন প্রস্তুতি। এখানে চুনাপাথরের সাথে কয়লার বড় মজুদ থাকার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। নওগাঁর তাজপুর চুনাপাথর খনির প্রথম কূপ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর-পশ্চিমে ভগবানপুরে চলছে নতুন কূপ খননের প্রস্তুতি। কয়েক দফা জরিপ শেষে এই স্থান নির্ধারণ করেন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের গবেষকরা। নভেম্বরের শুরুতেই বসানো হবে রিগ মেশিন। এরপর খননের পাশাপাশি মাস ছয়েক চলবে স্তরতাত্ত্বিক তথ্য সংগ্রহ। গবেষকরা বলছেন, তাজপুর খনির প্রধান কূপ থেকে ভগবানপুরে অপেক্ষাকৃত কম গভীরেই মিলতে পারে মূল্যবান খনিজ সম্পদ। চুনাপাথরের পাশাপাশি কয়লা মজুদের ধারণাও করছেন তারা। গত বছর নওগাঁর তাজপুরে স্তরতাত্ত্বিক তথ্য সংগ্রহে প্রথম কূপ খনন করে জিএসবি।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি