ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় চুনাপাথরের খনির সন্ধান পাওয়া গেছে জানিয়েছেন নসরুল হামিদ

প্রকাশিত : ২০:১০, ২১ এপ্রিল ২০১৬ | আপডেট: ২০:১০, ২১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

নওগাঁর বদলগাছিতে দেশের সবচে বড় চুনাপাথর খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তাজপুর গ্রামে বাংলাদেশ ভু-তাত্ত্বিক জরিপ বিভাগের বিজ্ঞানীরা খনিটি আবিষ্কার করেছেন। খনি থেকে চুনা পাথর উত্তোলন করা সম্ভব হলে বাংলাদেশের সব সিমেন্ট কারখানার চাহিদা মিটবে বলে জানান তিনি। সচিবালয়ে নিজ কার্যালয়ে হঠাৎই আনন্দের খবরটি জানান বিদুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুই হাজার দুইশ চৌদ্দ ফুট মাটির গভীরে ৬১ ফুট পর্যন্ত খনন করে চুনাপাথর মিলছে। যা বাণিজ্যিকভাবে উত্তোলন করা গেলে বাংলাদেশে সিমেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় চুনাপাথর আর বিদেশ থেকে আনতে হবে না। সম্ভাব্যতা যাচাইয়ের পর মজুদের পরিমাণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানান প্রতিমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি