ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নওগাঁয় জেএমবি সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৯:১৬, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:১৬, ৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

নওগাঁর রানীনগর উপজেলার বড়গাছা এলাকা থেকে বাবু ওরফে মুসকা নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়গাছা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ বাবুকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতারকৃত বাবু জেএমবির সক্রিয় সদস্য ও বাংলা ভাইয়ের অন্যতম সদস্য বলে জানায পুলিশ। একই সাথে একটি অপহরন মামলার অন্যতম আসামী। বাবু দীর্ঘদিন পলাতক ছিল। জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে জেল হাজতে পাঠানো হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি