ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওয়াজউদ্দিনের আইনজীবী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গ্রেফতার করা হয়েছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির আইনজীবী রিজওয়ান সিদ্দিকিকে। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

বলিউড সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই অভিনেতা নওয়াজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে সে তার স্ত্রী আলিয়ার ওপর গোয়ন্দাগিরি করছেন। আর সেই গোয়েন্দা তাদের একজন ঘনিষ্ঠ। কাজটি করছিলেন তাঁর আইনজীবী রিজওয়ান। শুক্রবার সেই আইনজীবীকেই সিডিআর (কল ডেটা রেকর্ড) কেসে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি রিজওয়ানের বাড়িতে গিয়ে পুলিশ তার ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা এবং বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেন।

রিজওয়ান পেশায় আইনজীবী হলেও তিনি সিডিআর-একটি বড় চক্রের সঙ্গে যুক্ত। এর আগে এই সিডিআর কেসে জিগার মাখাওয়ানা, প্রসাদ পালেকর এবং অজিঙ্ক নাগারগোজকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার আদালতে তোলা হয় রিজওয়ান সিদ্দিকিকে। যদিও বিষয়টি নিয়ে নওয়াজের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি