ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নকআউট পর্বে কখন কে কার মুখোমুখি হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১০:৩৭, ৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর প্রথম রাউন্ডের খেলা শুক্রবার রাতে শেষ হয়েছে। এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে কোন ১৬টি দল দ্বিতীয় রাউন্ডে খেলবে, আর কার মুখোমুখি হবে। 

প্রথম রাউন্ডে বেশ কয়েকটি অঘটন, নাটকীয়তা আর রোমাঞ্চে ভরা ম্যাচ শেষে আজ শনিবার (৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্ব।

প্রতিটি ম্যাচই একেকটি ফাইনাল, জিতলে পরের ধাপে আর হারলে বিদায়।

নকআউট পর্বে কোন দলের প্রতিপক্ষ কে, কখন তারা মুখোমুখি হবে এবার তা জেনে নিন নিম্নে।

নকআউট পর্বের সূচি
    
তারিখ                                 ম্যাচ                                        সময়

৩ ডিসেম্বর, শনিবার       নেদারল্যান্ডস–যুক্তরাষ্ট্র                  রাত ৯টা

৩ ডিসেম্বর, শনিবার       আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া                 রাত ১টা

৪ ডিসেম্বর, রোববার       ফ্রান্স–পোল্যান্ড                            রাত ৯টা

৪ ডিসেম্বর, রোববার       ইংল্যান্ড–সেনেগাল                       রাত ১টা

৫ ডিসেম্বর, সোমবার      জাপান–ক্রোয়েশিয়া                      রাত ৯টা

৫ ডিসেম্বর, সোমবার      ব্রাজিল–দক্ষিণ কোরিয়া                 রাত ১টা

৬ ডিসেম্বর, মঙ্গলবার      মরক্কো–স্পেন                              রাত ৯টা

৬ ডিসেম্বর, মঙ্গলবার      পর্তুগাল–সুইজারল্যান্ড                  রাত ১টা

এদের মধ্যে যে ৮ দল জিতবে তারা খেলবে কোয়ার্টার ফাইনালে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি