ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নগ্ন হয়ে ফের বিতর্কে কিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

এর আগেও নগ্ন হয়ে ও বিতর্কে জড়িয়ে একাধিকবার আলোচনা-সমালোচনায় এসেছেন তিনি। তবে এসব নিয়ে মাথা ঘামাননি কখনই। এবারও তার ব্যাতিক্রম হয়নি। বরং এবার একধাপ এগিয়ে তাকে নিয়ে নেটিজেনদের চর্চা শুরু হয়েছে। তিনি কিম কারদাশিয়ান। আর কিমের যে ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে, সেখানে নগ্ন হয়ে একটি গাছের ডালে ঝুলতে দেখা যাচ্ছে এই টিভি তারকাকে।

তবে নেটিজেনদের সমালোচনার মুখে পড়লেও বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিন নন কিম। উল্টো জানিয়েছেন, তিনি ওই ম্যাগাজিনের কভারপেজের শুট করতে পেরে সম্মানিত বোধ করছেন।

কেনিয়ে ওয়েস্টকে বিয়ে করে বর্তমানে পুরোপুরি সংসারী কিম। নর্থ ওয়েস্ট এবং সেইন্ট ওয়েস্ট নামে কিমের দুই সন্তানও রয়েছে। কিন্তু, ঘর সামলে ফের সমানতালে মডেলিং করতে শুরু করেছেন কিম কারদাশিয়ান। দ্বিতীয়বার মা হওয়ার পরও এত জলদি কিম কীভাবে  নগ্ন হয়ে ফটোশুটে ঝড় তুলছেন, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। সূত্র : এনডিটিভি।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি