ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যের সংবাদ সম্মেলন

জাককানইবি প্রতিনিধিঃ

প্রকাশিত : ২০:১৪, ৮ নভেম্বর ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১টায় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবারের ভর্তি পরীক্ষায় ৪টি ইউনিটে ২৩টি বিভাগে ১১০৫ আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৩৩০২২টি। যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩০ জন।

আগামী ১১-১৫ নভেম্বর থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। যা প্রতিদিন ৩ শিফটে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ২০০ গজ এলাকা ১৪৪ ধারা জারী থাকবে সেই সাথে শতাধিক পুলিশ সহ র‍্যাব, আনসার নিয়োজিত থাকবে। কেউ কোন অসাধু পন্থা অবলম্বন করলে বা করতে চাইলে তাকে আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. রশিদুন নবী, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর ও জনসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি