ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ১৭ ডিসেম্বর ২০১৯

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের লোগো

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের লোগো

অনুষ্ঠিত হতে যাচ্ছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রথম সমাবর্তন। আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। 

ঐতিহ্যবাহী নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তনে উপস্থিত থাকাবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফাদার আদম এস, পেরেরা, সিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শিক্ষা সেবায় নটর ডেম একটি বিশ্বস্ত নাম। বিগত ৭০ বছর ধরে নটর ডেম বাংলাদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ২০১৩ খ্রিস্টাব্দে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এখানে ছেলে ও মেয়ে উভয়ই পড়ার সুযোগ পাচ্ছে। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। নটর ডেম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রথম সমাবর্তন সম্পন্ন করতে যাচ্ছে যা সকলের জন্য আনন্দ ও গৌরবের। 

তিনি আরও বলেন, বিবিএ (৪র্থ ব্যাচ), ইংরেজি অনার্স (৪র্থ ব্যাচ), এলএল.বি অনার্স (৩য় ব্যাচ) এবং বিএ ইন ইকোনমিক্স অনার্স (২য় ব্যাচ), বিএসসি ইন সিএসই-এর প্রথম ব্যাচ, এবং এমবিএ-এর প্রথম ছয় ব্যাচ-এর উত্তীর্ণ শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে। এখানে অধ্যয়ন করে অনেক শিক্ষার্থীই এখন বিদেশে উচ্চ শিক্ষায়রত আছে। আমরা বিশ্বাস করি নটর ডেমের শিক্ষার্থীরা দেশে ও দেশের বাইরে সফল হবে। ইতিমধ্যে সমাবর্তনকে সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের খবর শুনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। সমাবর্তনের তারিখ ঘোষণা হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। 

বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে স্প্রিং ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চালু রয়েছে। ২০১৩ খ্রিস্টাব্দের ২৯ এপ্রিল প্রয়াত ভারপ্রাপ্ত উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি-এর নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। 

বর্তমানে বহুভাষাবিদ প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ফাদার জে এস, পিশাতো, সিএসসি ট্রেজারার এবং ফাদার জেমস ক্রুজ, সিএসসি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দক্ষ, মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীরাই পারে দেশকে বিশ্বদরবারে সম্মানের আসনে বসাতে। নটর ডেম বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করবে এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের। -প্রেস বিজ্ঞপ্তি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি