ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

নতুন আঙ্গিকে ইয়াহু মেইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ৩০ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩৪, ১ জুলাই ২০১৭

ভেরাইজন কমিউনিকেশন ইনকরপোরেশন ইয়াহুকে কিনে নেওয়ায় ব্যবহারকারীরা দুঃশ্চিন্তায় আছেন ইমেইলিং সেবা পাবেন কিনা। তবে শুরুতেই ইয়াহু মেইল ব্যবহারকারীদের বড় ধরনের চমক দিল ভেরাইজন। একেবারে নতুন রূপে ইয়াহুকে সাজিয়েছে তারা। সেই সঙ্গে যুক্ত করেছে নতুন ফিচার। আশংকার পরিবর্তে বরং ভেরাইজনের কাছে ইয়াহু মেইল ব্যবহারকারীরা বেশ গুরুত্বই পাচ্ছেন।

ইয়াহুকে আরও পরিষ্কার ও ব্যবহারবান্ধব করেছে ভেরাইজন। এসেছে নতুন রঙিন থিম। এ ছাড়া পরিবর্তন এসেছে লেআউটে। মেইল ব্যবহারকারীরা এখন সহজে ছবি ও ডকুমেন্টসে ঢুকতে পারছেন। ইতিমধ্যে ইয়াহু ওয়েবসাইটে এ পরিবর্তন চোখে পড়ছে।

মেইল সেবার নকশায় পরিবর্তনের পাশাপাশি বিজ্ঞাপনমুক্ত মেইল সেবার নতুন নাম দিয়েছে ভেরাইজন। বেশি গ্রাহক সুবিধার নিশ্চয়তা দিয়ে নতুন সেবাটির নাম দেওয়া হয়েছে ইয়াহু মেইল প্রো।

নতুন ইয়াহু মেইলে ব্যবহারকারীদের নিজের মতো গুছিয়ে রাখার সুবিধা যুক্ত হয়েছে। এ ছাড়া পছন্দের লেআউট যুক্ত করার সুবিধাও এসেছে। মেইলের মধ্যে এখন একটু বেশি জায়গা বেড়েছে বলে সহজে তথ্য খুঁজে পাওয়া যাবে। এ ছাড়া নতুন ইমোজি ব্যবহার করা যাবে এতে।

ইয়াহু কর্তৃপক্ষ বলেছে, যেকোনো ধরনের স্ক্রিনে কম গতির ইন্টারনেটেও ইয়াহু মেইল ভালো চলবে। এখন ইয়াহু মেইল আগের চেয়ে আরও ৫০ ভাগ দ্রুত গতিসম্পন্ন হয়েছে। ইয়াহু অ্যাপের মধ্যে সার্চ সুবিধাও বেড়েছে।

এছাড়া ইয়াহু মেইল প্রো সেবাটি ব্যবহার করতে বার্ষিক ৩৪ দশমিক ৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে।

নতুন নকশা যাদের পছন্দ হবে না, তাদের পুরোনো নকশা ব্যবহারের সুবিধাও রাখছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ১৯৯৫ সালে যাত্রা শুরু করে অল্পদিনের মধ্যে ইন্টারনেট বিশ্বে রাজত্ব করে আসছিল ইয়াহু।

সূত্র: বিজনেস ইনসাইডার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি