ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

নতুন আশায়’ দিল্লির পথে শান্তরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ৭ অক্টোবর ২০২৪

পাকিস্তানে টাইগাররা যে গর্জনে গর্জে ওঠেছিল, তার ছিঁটেফোঁটাও নেই  ভারতের মাটিতে। সেখানে গিয়ে চুপসে গেছে তারা। চেন্নাই ও কানপুরে টেস্টে হার, এরপর গোয়ালিয়রে টি-টোয়েন্টিতেও জয়শূন্য টাইগাররা। এমন পরিস্থিতিতে সামনে ম্যাচে আরও ভালো করা আশা ছাড়া আর কি শোনাতে পারেন টাইগার অধিনায়ক। 

বাস্তবতা জেনেও দলের প্রতি আশা ও বিশ্বাস কোনটাই হারাতে চান না টাইগার অধিনায়ক। তার মতে বাংলাদেশ এতটাও খারাপ দল নয়, যতটা দেখা যায়। তিনি বলেন, আমরা এর চেয়ে ভালো দল। আমরা অনেক দিন ধরেই এই সংস্করণে ভালো করছি না। তবে আমি মনে করি, আমরা এর চেয়ে আরও ভালো দল। আর আমাদের সমস্যাটা আসলে মানসিকতায়। পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই। 

গতকাল গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে টাইগাররা। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। একসময় তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন। পরে মেহেদী হাসান মিরাজের ৩৫ এবং নাজমুল হোসেন শান্তর ২৭ রানে ভর করে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। 

জবাবে ইনিংসের শুরু থেকেই মারকাটারি খেলতে থাকে টিম ইন্ডিয়া। মাত্র ১১ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এমন হারের পরও দলের কোনো একজনকে দোষ দিতে রাজি নয় শান্ত। 

তিনি বলেন, কোনো আলাদা ক্রিকেটারকে নিয়ে বলতে চাই না। আমরা সবাই আজ ভালো ব্যাটিং করিনি। অবশ্যই রান করার জন্য আক্রমণাত্মক হতে হবে, কিন্তু কিছু সিলেকশনও ঠিক করতে হবে যে কখন আমরা কোন শট খেলবো। এসবও চিন্তা করার ব্যাপার আছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে ওই অ্যাপ্রোচটা যেন থাকে। এক ম্যাচ পারিনি তো পরের ম্যাচেই অ্যাপ্রোচ বদলে ফেলবো এমন করা যাবে না।

এখন দেখার পালা পরের ম্যাচে কতটা ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ। 

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি