ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নতুন আশায় মাঠে নামছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ২৮ সেপ্টেম্বর ২০১৭

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ মাঠে নামছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল। পচেফস্ট্রমে সেনিউজ পার্কে  বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।


টেস্টে দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের রেকর্ড সূচনীয়। এর আগে প্রোটিয়াদের মাঠে মোট ৪বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ৪টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। তাই এবার নতুন কিছুর আশায় মাঠে নামছে মুশফিক বাহিনী।


এবারের সিরিজটি খেলছেন না দলের প্রাণভোমরা সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে অসাধারণ পারফর্ম করা সাকিবের অনুপস্থিতি ভোগাবে বাংলাদেশকে। ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই বিশ্বেসেরা অলরাউন্ডারের অভাব বোধ করবে মুশফিকুর রহিমের দল। কারণ সাকিবের জায়গায় একজন ব্যাটসম্যান ও একজন বোলারকে খেলাতে হবে।


এদিকে দক্ষিণ আফ্রিকা দলেও নেই বড় তিন প্রোটিয়া তারকা। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স, গতি তারকা ডেল স্টেইন ও অলরাউন্ডার ভারনন ফিলেন্ডার খেলছেন না এই সিরিজে।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের স্কোয়াড
বাংলাদেশ দল
মুশফিকুর  রহিম (অধিনায়ক/উইকেটরক্ষক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মমিনুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়।

দক্ষিণ আফ্রিকা দল
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডিন এলগার, আইডেম মার্করাম, হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তিউইনস ডি ব্রæয়ান, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মরনে মরকেল, ডুয়ানে অলিভার, ওয়েন পার্নেল, আন্দিল ফেলুকুয়াও।

এমআর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি