নতুন উচ্চতায় সাকিব
প্রকাশিত : ১৯:৩৪, ২৭ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:২০, ২৭ আগস্ট ২০১৭
টেস্টে দ্রুততম সময়ে সাড়ে তিন হাজার রান ও দেড়শ’ উইকেট লাভ করে নতুন রেকর্ড করেছেন বিশ্ব সাকিব আল হাসান। আগেই দেড়শ’ উইকেট শিকারের মাইলফলক ছুঁইয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর নিজের ৫০তম টেস্টে এসে সাড়ে তিন হাজার রানের মাইলফলকও ছুঁলেন।
এই অর্জনে সাকিব যাঁদের পেছনে ফেলেছেন, সেই নামগুলো চমকে দেওয়ার মতোই। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব, রবি শাস্ত্রী, শন পোলক, জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টোরি, অ্যান্ড্রু ফ্লিনটফ-সবাই সাকিবের চেয়ে পিছিয়ে আছেন।
পিছিয়ে থাকার ব্যবধানটাও যথেষ্ট বড়। এর আগে রেকর্ডটা ছিল ক্যারিবীয় গ্রেট সোবার্সের। তিনি ৬৩ টেস্ট খেলে এমন কীর্তি গড়েছিলেন। বোথামও এমন ‘ডাবল’ ছুঁয়েছেন ৬৩টি টেস্ট খেলে। ইমরানের লেগেছিল ৮২ টেস্ট, কপিল দেবের ৮৫। শাস্ত্রী অবশ্য ৭৮তম টেস্টেই তা করেছিলেন। জ্যাক ক্যালিসের লেগেছিল ৬৯ টেস্ট।
বরিবার রাজধানী মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের মহাবিপর্যয়ে ব্যাট হাতে নেমেছিলেন সাকিব। ১০ রানে ৩ উইকেট নেই—এমন পরিস্থিতিতে তামিম ইকবালের সঙ্গে জুটি বেঁধে বিপর্যয় সামাল দিলেন। ১৫৫ রানের জুটি গড়লেন চতুর্থ উইকেটে। তামিমের পর নিজেও ৮৪ রান করে ফিরেছেন। দুজনেরই ৫০তম টেস্ট ছিলো এটি।