ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন উদ্যমে ডলি সায়ন্তনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৪৪, ১৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ডলি সায়ন্তনী। জনপ্রিয় সংগীতশিল্পী। নিজের লম্বা ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে নব্বই থেকে শূন্য দশকের শুরু পর্যন্ত ডলির গানগুলো বেশি প্রশংসা পায়। অডিও অ্যালবাম, সিনেমার গান ও স্টেজ শো সব মাধ্যমেই সমান জনপ্রিয় তিনি। তবে মাঝে বেশ কয়েক বছরের বিরতিতে ছিলেন ডলি। অনেকটা অভিমান থেকেই দূরে সরে ছিলেন নতুন গান প্রকাশ থেকে। তবে নতুন উদ্যমে ফিরছেন ডলি। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে এই সঙ্গীত তারকার।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘এখন তো স্টেজের মৌসুম চলছে। এ মৌসুমটা আমার খুব প্রিয়। কারণ আমাদের দেশে এটা গানের মৌসুম। প্রতি বছরই এ সময়টা খুব উপভোগ করি। সামনে টানা শো রয়েছে। তবে আমি নিজে থেকে এখন শো কিছু কমিয়েছি।’

নতুন গান প্রসঙ্গে ডলি বলেন, ‘অনেকদিন ধরেই গানের বাজারে খুব অস্থির সময় যাচ্ছে। তাই কয়েক বছর বিরতি নিয়েছিলাম। এরপর একক অ্যালবাম প্রকাশ করি। আমি মনে করি এখনও অবস্থার পুরোপুরি উন্নয়ন হয়নি। পাইরেসি ও ফ্রি ডাউনলোড তো ছিলই। এখন রয়্যালিটির সঠিক হিসেবে পাওয়াটাও কঠিন। তবে এ অবস্থার মধ্যেও নতুন গান করব।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে কয়েকটি ট্র্যাকের কাজ শেষ হয়েছে। বাদশা বুলবুলের সঙ্গে একটি দ্বৈত অ্যালবাম করছি। সেটির কাজ অনেক দূর এগিয়েছে। আশা করছি, শিগগিরই ভালো কিছু গান উপহার দিতে পারব।’

এখনতো ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। ইউটিউব গান শোনার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এটা কেমন লাগে? এমন প্রশ্নের জবাবে ডলি বলেন, ‘দেখুন সময়ের সঙ্গে সব কিছুর পরিবর্তন হয়। সেই সঙ্গে নিয়মও যোগ হয় কিছু। কিন্তু আমাদের কিছুই নিয়মের মধ্যে নেই। গান প্রকাশ থেকে শুরু করে বাজারজাত এবং ব্যবসা এ সব কিছুর মধ্যেই একটি ধোঁয়াশা ব্যাপার রয়েছে। এগুলোতে পরিষ্কার হওয়া উচিত। ইউটিউবে গান কিন্তু দেশের বাইরে অনেক বছর আগে থেকেই প্রকাশ হয়। এটা ভালো মাধ্যম। কিন্তু পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকে একটা নিয়মের মধ্যে আনা উচিত। এ দ্বায়িত্ব মিউজিকের সঙ্গে সম্পৃক্ত সবার।’

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি