নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যাংক এশিয়ার ঋণ বিতরণ
প্রকাশিত : ১৭:৪০, ৩১ অক্টোবর ২০২২
ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে চলমান উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেছে ব্যাংক এশিয়া। ২৯ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) আয়োজিত ' উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ও উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে ইতোপূর্বে মাসব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত ৮ জন উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। ঋণপ্রাপ্ত উদ্যোক্তাদের ৯০ শতাংশ নারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আবদুর রউফ তালুকদার এবং বিশেষ অতিথি ছিলেন এসডিসিএমইউ, এসইআইপির প্রকল্পের নির্বাহী পরিচালক মো. এখলাছুর রহমান। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আবু ফারাহ মো. নাসের।
অন্যান্যদের মধ্যে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আদিল চৌধুরী, এসইভিপি ও এমএসএমই প্রধান মো. শামিনুর রহমান, ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি) প্রধান বি এম শহীদুল হক এবং কক্সবাজার শাখা প্রধান মো. নাসিমুল হক উপস্থিত
ছিলেন।
এর আগে ২০২২ সালের জুন মাসে, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে কক্সবাজারে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’র আয়োজন করে ব্যাংক এশিয়া। অর্থ মন্ত্রণালয়ের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)-এর অধীনে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট এর যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচী আয়োজিত হয়।
কেআই//
আরও পড়ুন