নতুন একাধিক মামলায় গ্রেফতার পলকসহ ৭ জন
প্রকাশিত : ১৭:৩২, ৮ জানুয়ারি ২০২৫
লালবাগ, ভাষানটেক ও যাত্রাবাড়ীসহ একাধিক থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামরুল ইসলাম ও কামাল আহমেদ মজুমদারসহ ৭ জনকে৷
বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে নতুন মামলাগুলোতে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তাদের গ্রেফতার দেখায়।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন। পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা দুর্নীতির সঙ্গে তারা জড়িত ছিলেন।
এসএস//
আরও পড়ুন