ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন জুটি উপহার দিচ্ছেন সালমান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ১৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১৫, ১৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড সুপারস্টার সালমান খানের ইন্ডাস্ট্রিতে নতুন মুখ উপহার দেওয়ার একটা খ্যাতি রয়েছে। তার হাত ধরে আসা অনেকে এখন প্রতিষ্ঠিত।

এবার সালমান খান বলিউড সংগীতাঙ্গনে নতুন জুটি উপহার দিতে যাচ্ছেন। খুব শিগগিরই অভিনেতা ও উপস্থাপক ম্যানিস পলকে টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভ্যানঞ্চারের সঙ্গে গান গাইতে দেখা যাবে।

আগামী ১৭ জানুয়ারি এ জুটির টি-সিরিজের ‘হারজাই’ শিরোনামে একক গান রিলিজ করা হবে। এতে ম্যানিস পল ও লুলিয়া ছাড়াও গেয়েছেন শচীন গুপ্তা।

খবর ভাসছে যে সালমান খান ও তার পরিবারের সঙ্গে ম্যানিস পল এর ভালো সম্পর্ক রয়েছে। সে জন্য তিনি এ সুযোগ পেয়েছেন। গানটির সুর ও ফিচার করেছেন শচীন গুপ্তা।

মুম্বাই মিররের খবরে বলা হয়েছে, ম্যানিস ও লুলিয়া সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেন। ম্যানিস বারবার সালমানের পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে সালমানের কাছে মিউজিক ভিডিও বের করার ইচ্ছের কথা প্রকাশ করেন। এরই মধ্যে সালমান লুলিয়াকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, লুলিয়ার সংগীত প্রতিভাকে তিনি প্রমোট করবেন। অবশেষে সেটাই করলেন। খুব শিগগিরই ভক্তরা সালমানের আমদানি করা নতুন এই জুটির গানের পারফরমেন্স উপভোগ করতে পারবেন।

 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি