নতুন জোট ‘যুক্তফ্রন্ট’, আহ্বায়ক বদরুদ্দোজা
প্রকাশিত : ২৩:১২, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৫০, ৫ ডিসেম্বর ২০১৭
চারটি রাজনৈতিক দল মিলে নতুন রাজনৈতিক জোট ‘যুক্তফ্রন্ট’ গঠন করেছে। এ জোটের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সোমবার সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রবের উত্তরায় বাসায় নতুন একটি রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে বৈঠকে বসেন বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (রব), কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্যের নেতারা।
বৈঠকে উপস্থিত ছিলেন বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদোজ্জা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আপাতত এ জোটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এ জোটের কার্যপদ্ধতি পরে ঠিক করা হবে।
জোট গঠনের লক্ষ্যে এ দলগুলো এর আগেও উত্তরা, বারিধারায় এ ধরনের বৈঠক করেছেন নেতারা। বৈঠকে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, জেএসবির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ দলগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আর / এআর
আরও পড়ুন