নতুন দুই জাতের ধান উদ্ভাবন করলেন দুই কৃষাণী (ভিডিও)
প্রকাশিত : ১০:৪৩, ৭ জুন ২০১৮ | আপডেট: ১২:৫৬, ৭ জুন ২০১৮
ধান চাষে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন দুই নারী কৃষক। বাগেরহাটের ফকিরহাটের ফাতেমা বেগম ও গাইবান্ধার সুন্দরগঞ্জে দুলালী বেগম দু’টি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন। তাদের নামেই পরিচিতি পেয়েছে জাত দু’টি।
গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষক দুলালী বেগম বেগুনী রংয়ের ধান চাষ করে চমক দেখিয়েছেন। অন্যান্য জাতের চেয়ে এই ধানের ফলনও বেশি।
এরিমধ্যে জাত সংগ্রহে আগ্রহী হয়ে উঠেছেন অন্য চাষীরা। এই ধান পরিচিতি পেয়েছে দুলালী সুন্দরী নামে।
বিশেষ ধরনের এই ধান চাষে ফলন বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
এদিকে, দু’বছর আগে ধানক্ষেতে অন্যরকম তিন ছড়া ধান খুঁজে পান বাগেরহাটের ফকিরহাটের ফাতেমা বেগম। এ’বছর ৭৫ শতাংশ জমিতে ওই নতুন জাতের ধানবীজ রোপন করেন তিনি।
ফাতেমা ধান নামে পরিচিত উচ্চ ফলনশীল এই জাতের সুনাম ছড়িয়ে পড়েছে কৃষকের মুখে মুখে।
এই ধান অনেক বেশি লবণসহিষ্ণু বলে জানিয়েছে কৃষি বিভাগ।
দেশের বিভিন্ন স্থান থেকে এরিমধ্যে এই দুই জাতের ধানের চাহিদা আসার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
আরও পড়ুন