নতুন নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প
প্রকাশিত : ০৯:২০, ১৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ০৯:৩৮, ১৯ এপ্রিল ২০১৭
বিদেশী শ্রমিক নিয়োগে নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগে ভিসা কার্যক্রম পুনর্বিবেচনা সংক্রান্ত নতুন নির্বাহী আদেশ জারি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার উইসকনসিন অঙ্গরাজ্যে একটি যন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শনের পর এই নির্বাহী আদেশ দেন ট্রাম্প। নতুন এই আদেশ অনুযায়ী, ভূয়া ও প্রতারক বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া প্রযুক্তিসহ বিভিন্ন খাতে মার্কিন শ্রমিকদের প্রাধান্য দেয়া হবে। পাশাপাশি সরকারি প্রকল্পগুলোতে বিদেশী ঠিকাদার নিয়োগ ও যুক্তরাষ্ট্রের তৈরি পণ্য ব্যবহার সংক্রান্ত আইনও পর্যালোচনা করার নির্দেশ দেয়া হয়েছে। এইচ-ওয়ান বি নামে ভিসা কার্যক্রমকে সামনে রেখেই নতুন এই আদেশ দিয়েছেন ট্রাম্প।
আরও পড়ুন