ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানাতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ৪ মার্চ ২০১৮

 

মুক্তিযোদ্ধার চেতনায় সোনার বাংলা প্রতিষ্ঠানে করতে নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে  হবে এবং অন্যকে জনাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমেদ।

আজ রোববার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসসিয়েস আয়োজিত সমাজ পরিবর্তনে শিক্ষার্থী অভিজ্ঞতা বিনিময় অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসরিন আহমেদ বলেন, যে ব্যক্তি মুক্তিযোদ্ধার  সঠিক  ইতিহাস  না জেনে বিকৃত ইতিহাস জেনে বড় হয়। সে ব্যক্তিও বিকৃত মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করে। তা দ্বারা সমাজের কোন উপকার সাধিত হয় না।

তিনি বলেন, সুন্দর মানুষ হতে হলে, আত্মমর্যাদাবোধ এবং বিবেকবান মানুষ হতে হলে অবশ্যই মুক্তিযোদ্ধার সঠিক  ইতিহাস আমাদের কে যেমন জানতে হবে। এবং নতুন প্রজন্মকে জানাতে হবে।

এসময় তিনি শিক্ষার্থীদের অনুরোধ করে বলেন, আগামী দিন এসমাজ পরিচালনার দায়িত্ব তোমাদের নিতে হবে। তোমাদের নেতৃত্বে এ রাষ্ট্র পরিচালিত হবে। ফলে তোমাদের যোগ্য হিসাবে  সমাজে প্রতিষ্ঠা লাভ করতে হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে সবাইকে সচেতন হতে হব। ক্যম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্র শিক্ষক সবাইকে এগিয়ে আসতে হবে।

সংগঠনের সভাপতি এ কে আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম  মাকসুদ কামাল, সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার সংস্কৃতিক সম্পাদক  বাবলি প্রমুখ। 

টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি