ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিল বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:৪১, ৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিল্ডিং বিশেষজ্ঞ জেমন প্যামেন্টকে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে দলে যোগ দেবেন। 

প্যামেন্টের সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। তিনি এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তার মূল দায়িত্ব ছিল ফিল্ডিং কোচের দায়িত্ব সামলানো। 

প্যামেন্টের জন্ম ইংল্যান্ডে। তবে ৫৬ বছর বয়সী এই কোচ নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। তিনি নর্দান ক্রিকেট অ্যাসোসিয়েশনে হেড কোচ হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্স দল, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে টেকনিক্যাল এডভারজর হিসেবে কাজ করেছেন। 

বাংলাদেশ দলের কোচিং স্টাফে যুক্ত হওয়ার বিষয়ে প্যামেন্ট বলেন, ‘দারুণ প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি।’

এর আগে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন নিক পোথাস। সাবেক প্রোটিয়া এই ব্যাটার দলের সহকারী কোচ ছিলেন। তবে মূল দায়িত্ব ছিল ফিল্ডিং কোচের। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি