নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিশু শিক্ষার্থীরা
প্রকাশিত : ১৫:৫৪, ১ জানুয়ারি ২০২৪
ইংরেজী নতুন বছরের প্রথম দিনে সারাদেশে উদযাপিত হলো বই উৎসব। আর এই বই উৎসবে মাদারীপুরের কালকিনিতে ২০০টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই।
আজ সোমবার (১ জানুয়ারি) সকালে কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার বদিউজ্জামান, ইন্সট্রাক্টর এস.এম. ছিদ্দিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আনিচুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কোহিনূর আখতার, কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন ঢালীসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
এএইচ
আরও পড়ুন