ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বছরে ন্যান্সির উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দেশিয় সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় গায়িকা ন্যান্সি। নতুন বছরে নতুন গান দিয়ে দর্শক-শ্রোতাদের শুভেচ্ছা জানালেন তিনি। বছরের শুরুতেই ইউটিউবে প্রকাশিত হল ‘মৌনতা’ শিরোনামে তার নতুন গানের মিউজিক ভিডিও। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গত বছরের নভেম্বরে গানটির অডিও ভার্সন প্রকাশ হয়। প্রকাশের পরই এটি শ্রোতাপ্রিয়তা পায় বলে জানিয়েছেন ন্যান্সি। এর পরিপ্রেক্ষিতেই নতুন বছরের চমক হিসেবে গানের ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এবং সিলেটের জাফলং ও মাধবকুণ্ডে মিউজিক ভিডিওটির শুটিং করা হয়। এতে মডেল হিসেবে রয়েছেন রিফাত ও পৃথা।

নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গানটিতে একদিকে যেমন বিরহ রয়েছে, তেমনি রয়েছে প্রিয় মানুষের জন্য হাহাকার। গত বছর যখন গানটি প্রকাশ পায় তখন শ্রোতারা গানটি দারুণভাবে গ্রহণ করেন। তাদের আগ্রহের কারণেই গানের কথার ওপর ভিত্তি করেই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।’

গানটি দেখতে ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি